মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —-মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী কেন্দুয়া গ্রামীণ সংঘের পরিচালনায় প্রত্যেক রচনায় এ বছরও শ্রী শ্রী শ্যামা কালী পূজার আয়োজন করেছেন সোমবার সন্ধ্যায় ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জালন মধ্যে দিয়ে এই পুজো শুভ সূচনা করেন তাজপুর ভারত সেবাশ্রম সংঘের স্বামীজী নীল- কন্ঠ মহারাজ। এই পুজোতে গ্রামীন থিম তুলে ধরা হয়েছে,এবছর পুজোর বাজেট এবারে বাজে সাড়ে তিন লক্ষ টাকা, চন্দননগর আলোকসজ্জা এবং সাত দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে, স্থানীয় ক্ষুদ্র শিল্পীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান চলবে।
বুলবুলচণ্ডী কেন্দুয়া গ্রামীণ সংঘে শ্যামা পূজার শুভ সূচনা, উদ্বোধনে স্বামী নীলকণ্ঠ মহারাজ।

Leave a Reply