ভবানী পাঠকের স্মৃতি বিরাজিত বালুরঘাট চকভবানী বারোয়ারি কালিবাড়িতে অত্যন্ত রীতি ও নীতি সহকারে কালীপুজো অনুষ্ঠিত হলো।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা ;- প্রতিবছরের মতো এবছরও দীপান্বিতা অমাবস্যায় ভবানী পাঠকের স্মৃতি বিরাজিত বালুরঘাট চকভবানী বারোয়ারি কালিবাড়িতে অত্যন্ত রীতি ও নীতি সহকারে কালীপুজো অনুষ্ঠিত হলো। বালুরঘাট চক ভবানী বারোয়ারি কালিবাড়ির কালীপুজোর বিষয়ে পুজো কমিটির সদস্যদের কাছ থেকে জানাগেছে যে – আনুমানিক তেরোশো চৌদ্দ বঙ্গাব্দে কালীসাধক ভবানী পাঠক এখানে পঞ্চমুন্ডির আসন স্থাপন করে কালী সাধনা শুরু করেন। কালীসাধক ভবানী পাঠক উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের পাশাপাশি বালুরঘাটেও কালীপুজো করেছিলেন। ভবানী পাঠকের নাম অনুসারেই পরবর্তীকালে বালুরঘাটের এই এলাকার নাম হয় চকভবানী। অত্যন্ত রীতি ও নীতি সহকারে এখানকার পুজো হয়। প্রতিবছর পুজোতে জোড়া পাঁঠা বলি হয়। দীপান্বিতা অমাবস্যায় বাৎসরিক পুজোর পাশাপাশি সারাবছর মায়ের নিত্য পুজো হয়। এখানে প্রতিবছর কালীপুজোর পাশাপাশি দুর্গাপুজোর আয়োজন করা হয়। দুর্গাপুজো ও কালীপুজোতে চকভবানী এলাকার মানুষজনের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার মানুষজনও শামিল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *