৫০ বছরে আইহো শ্যামাকালী পুজো: ৪২ ফুট উচ্চতার মহাকায় মূর্তিতে আলোকসজ্জায় ঝলমল মালদা।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — প্রায় ৪২ ফুট দৈর্ঘ্যের বিশাল কালীমূর্তি গড়ে মালদা জেলায় যে কয়েকটি হাতে গোনা বিশালার কালীমূর্তির পুজো হয় তারমধ্যে নাম রয়েছে হবিবপুর ব্লকের আইহো অঞ্চল সার্বজনীন শ্রীশ্রী শ্যামাকালী পুজোর। এবছর এই পুজো পদার্পণ করেছে ৫০তম বর্ষে। গত কয়েক বছরের মতো এবারও সোমবার সন্ধ্যায় ফিতে কেটে পুজো উদ্বোধন করা হয়। আইহো অঞ্চল সার্বজনীন শ্রী শ্রী শ্যামাকালী পুজো কমিটির সদস্যরা জানালেন, প্রথমে এই পুজো হত আইহো স্ট্যান্ডে। পুজো করতেন পাঁচজন মিলে। তবে ১৯৭৫ সাল থেকে টাঙ্গন নদী সংলগ্ন আইহো বাজারের মধ্যে অবস্থিত বর্তমান মন্দির প্রাঙ্গণে পুজো হয়ে আসছে। এবছর এই পুজো পদার্পণ করেছে ৫০তম বর্ষে। এই উপলক্ষে চন্দননগর থেকে আলোকসজ্জা আসছে। প্রতি বছরের মতো এবারও থাকছে বিশাল মেলার আয়োজন। আইহো ফুটবল ময়দানে মেলা চলবে ১৫ দিন ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *