মালদা, নিজস্ব সংবাদদাতাঃ ——- কালীপুজো উপলক্ষে রমরমিয়ে চলছিল জুয়া এবং চুটল গানের আসর। গভীর রাতে সেই আসরে হানা দিয়ে বেশ কয়েকজন জুয়ারি সহ পুজো কমিটির কয়েকজন সদস্যকে আটক করল ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার নরহাট্টা অঞ্চলের জোতবসন্ত এলাকায়। জানা গেছে, জোতবসন্ত গ্রামবাসীদের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারও কালীপুজো ও পুজো উপলক্ষে মেলার আয়োজন করা হয়। কিন্তু মেলার এক পাশে আমবাগানের মধ্যে প্যান্ডল খাটিয়ে রমরমিয়া জুয়ার আসর চলছিল এবং মেলার মধ্যে চটুল গানের আসর বসেছিল বলে খবর। যা জানতে পেরে ইংরেজবাজার থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে সেই জুয়ার আসরে হানা দেয়। পুলিশ প্রথমে বেশ কয়েকজন কয়েকজন জুয়ারিকে আটক করে। এরপর চটুল গানের আসর বন্ধ করে গানের বেশকিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করে এরং পুজো কমিটির কয়েকজন সদস্যকেও আটক করে নিয়ে যায় বলে খবর। বুধবার সকালে এই ঘটনা জানতে পেরেই জোতবসন্ত গ্রামবাসীদের ‘একাংশ ইংরেজবাজার থানায় হাজির হন। তারা আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয় বাজেয়াপ্ত করা সরঞ্জাম ফিরিয়ে দেওয়ার দাবী জানান।
ইংরেজবাজারে কালীপুজোর রাতে জুয়ার আসরে পুলিশের হানা, আটক পুজো কমিটির সদস্যসহ কয়েকজন।

Leave a Reply