মালদা, নিজস্ব সংবাদদাতাঃ –কালীপুজোর রাত থেকে হঠাৎ করে রহস্যজনকভাবে নিখোঁজ ১৩ বছরের এক কিশোর। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য পুরাতন মালদা পৌরসভার ৭নং ওয়ার্ডের রামচন্দ্রপুর এলাকায়। জানা গেছে, নিখোঁজ কিশোরের নাম বিটু মহালদার। বয়স ১৩ বছর। বাবার নাম সঞ্জয় মহালদার এবং মায়ের নাম পম্পি মহালদার। তাদের দুই ছেলে, দুই মেয়ে। তারমধ্যে বিটুই বাড়ির বড়ো ছেলে। পরিবার সূত্রে খবর, গত সোমবার কালীপুজোর সন্ধ্যায় বিটু বাড়ি থেকে বাইরে বের হয়। এরপর থেকেই সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। রাতভর পরিবারের লোকজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু কোন হদিশ না মেলায় মঙ্গলবার তারা এই মর্মে মালদা থানায় মিসিং ডায়েরী করেন। তবে ডায়েরী করলেও, পুলিশ এখনও তার কোন খোঁজ পায়নি। স্বভাবতই চরম দুশ্চিন্তায় রয়েছে গোটা পরিবার। তারা দ্রুত ছেলেকে খুঁজে বের করার আবেদন জানিয়েছেন পুলিশের কাছে। এদিকে এই খবর পেয়ে বুধবার নিখোঁজ কিশোর বিটু মহালদারের বাড়িতে যান স্থানীয় কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা। তিনি জানান, অবাক করার মতো ঘটনা। তিনদিন ধরে বিটু নামে ১৩ বছরের এক কিশোর নিখোঁজ রয়েছে। তাই তাকে খুঁজে বের করার জন্য পুলিশের পাশাপাশি তিনি নিজেও ব্যক্তিগতভাবে চেষ্টা করছেন।
কালীপুজোর রাতেই নিখোঁজ ১৩ বছরের বিটু, তিনদিনেও হদিশ নেই কিশোরের।

Leave a Reply