বীরভূম-রাজনগর, নিজস্ব সংবাদদাতাঃ- বীরভূম জেলা রাজনগরে এবারও প্রাচীন দক্ষিণাকালী মন্দিরে কালীপুজোকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা ও উচ্ছ্বাস ছিল যথেষ্ট৷ মন্দিরের পুরোহিত অমর ঠাকুর, কমিটির কর্মকর্তা, প্রতিনিধিদের পক্ষ থেকে শিশির সিংহ প্রাচীন এই মন্দির বিষয়ে ও ঐতিহাসিক প্রেক্ষাপট বিষয়ে মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান৷ সঙ্গে ছিলেন মন্দির কমিটির অন্যান্য সদস্য প্রতিনিধিরা৷ জানা গিয়েছে, এবার এই মন্দিরে নিষ্ঠা সহকারে পুজো, প্রসাদ বিতরণ, মঞ্চে অনুষ্ঠান ও দুই দিন ব্যাপী গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে৷ বছরের অন্যান্য সময়েও বহু ভক্ত দর্শনার্থী এই মন্দির দর্শনে আসেন৷ স্থানটি নির্জন ও মনোরম এমনটাই জানান ভক্তদের একাংশ৷ আগামীতে এই মন্দিরকে কেন্দ্রকরে পবিত্র স্থানটির আরও উন্নয়ন ঘটবে বলে আশাবাদী ভক্ত অনুরাগীদের অনেকে৷
প্রাচীন দক্ষিণাকালী মন্দিরে এবারও কালীপুজোকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস।

Leave a Reply