সুজালি, নিজস্ব সংবাদদাতাঃ- মঙ্গলবার সুজালি গ্রাম পঞ্চায়েতের রাধারগছ ও গোয়াল গছ এলাকার মনোকামনা কালীমন্দিরে কালী পূজো পরিদর্শনে আসলেন সুজালী অঞ্চলের প্রেসিডেন্ট আব্দুস সাত্তার। পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রতি বছরের মত এ বছরও অতি আনন্দের সহিত সর্ব ধর্মের সমন্বয়ের মানুষজনকে এদিন লক্ষ্য করা যায় মনোকামনা কালীমন্দিরে, তিনি আরো বলেন, গোটা সুজালি অঞ্চল জুড়ে একটাই কালীপুজো হয়,যেটা রাধারগছ এবং গোয়ালগছ এই গ্রাম দুটির মানুষজন মিলে কারণ হিসাবে জানিয়েছেন, আমাদের অঞ্চলে খুব অল্প সংখ্যাক হিন্দু ভাইরা রয়েছে, এই কালীমন্দিরের এক সদস্য জানিয়েছেন আমাদের এই মন্দির এত পুরনো যে আমাদের পূর্বপুরুষরাও বলতেন এটা অনেক পুরোনো দিনের মন্দির, এই মন্দিরে সব সময় হিন্দু-মুসলিম সর্বদইয়ের মানুষজন মিলে আমরা একসঙ্গে আনন্দ উপভোগ করি।
সুজালিতে মনোকামনা কালীমন্দিরে উৎসবমুখর কালীপুজো, সকল ধর্মের মানুষ একসাথে উদযাপন।

Leave a Reply