জলপাইগুড়িতে শুরু হলো ২৭তম রাস উৎসব, বাউল ও লোকসংস্কৃতির মিলন।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- খুঁটিপুজোর মধ্য দিয়ে রাস উৎসব এবং উত্তরবঙ্গ লোকসংস্কৃতি ও বাউল উৎসবের প্রস্তুতি শুরু গাজলডোবার টাকিমারিতে। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের টাকিমারির নবমিলন যুব সংঘের পরিচালনায় ‌এবং ব্যবসায়ী সমিতি ও এলাকার বিভিন্ন ক্লাবের সহযোগিতায় প্রায় ৩ দশক থেকে এই রাস উৎসব হচ্ছে। এবছর ২৭ তম বর্ষ রাস উৎসব। আগামী ৪ নভেম্বর রাসপুজো এবং পরের দিন ৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাউলের আসর ও মেলার আয়োজন করা হয়েছে। বুধবার রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের উপস্থিতিতে খুঁটি পুজের মাধ্যমে প্রস্তুতি শুর করা হল।

মেলা কমিটি সূত্রে জানা গিয়েছে, সাত দিন ব্যাপি রাসমেলা এবং উত্তরবঙ্গ লোকসংস্কৃতি ও বাউল উৎসবের আয়োজন করা হচ্ছে৷ রাজ্যের বিভিন্ন স্থানের পাশাপাশি বাংলাদেশ থেকেও বাউল শিল্পীরা আসবেন। প্রতিবছর জলপাইগুড়ি জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন স্থান থেকে বাউল ভক্তরা আসেন। লক্ষাদিক মানুষের সমাগম হয়। এবছরও একইভাবে মানুষের সমাগম হবে বলে কমিটি আশাবাদী। ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *