ধুপগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- উৎসবের মরসুমে খাবারের মান যাচাই করতে ধূপগুড়ি শহরের এস.টি.এস. ক্লাব প্রাঙ্গণ মেলার পাশে একাধিক ফাস্টফুডের দোকানে অভিযান চালাল পৌরসভা। এ অভিযানে মেয়াদোত্তীর্ণ ও পচা খাদ্যসামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।
বিভিন্ন জেলা থেকে আসা অস্থায়ী ফাস্টফুডের দোকানগুলিতে এই অভিযান চালানো হয়। পৌরসভার খাদ্য নিরাপত্তা কর্মকর্তারা অভিযানে গিয়ে দেখতে পান, বেশ কিছু দোকানে বাসি খাবার, মেয়াদ শেষ হওয়া মিষ্টি, সস, জল এবং বিভিন্ন মসলা বিক্রি করা হচ্ছে। এছাড়াও, বিরিয়ানি নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছিল।
পৌরসভার পক্ষ থেকে এই সব বাতিল খাদ্যসামগ্রী বাজেয়াপ্ত করা হয় এবং দোকানদারদের সতর্ক করে দেওয়া হয়। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে বিষয়েও তাদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
পুজোর মরসুমে ধূপগুড়িতে ফাস্টফুড দোকানে অভিযান, বাতিল হলো পচা খাবার।

Leave a Reply