সামাজিক প্রবণতায় মিলল দুই পূজা কর্তৃপক্ষ। অপারেশন সিঁদুরের থিমে পূজিত হলো মা কালী।

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর :- গড়বেতা তিন নম্বর ব্লকের সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের দ্বারিগেড়িয়া মৌজার বাসস্ট্যান্ডের প্রবেশপথে কফি হাউস ও শংকরকাটা গ্রাম পঞ্চায়েতের দুর্লভগঞ্জের রেনেসাঁস ক্লাবের পুজোর থিম অপারেশন সিঁদুর।
অপারেশন সিঁদুর জাতীয় ভাবধারার উন্মেষ ঘটায়, একদিকে যখন চলছে দেশ জুড়ে মাওবাদী দমন কর্মসূচি ঠিক তখনই এমন একটা আবহে এই থিমে পূজো যথেষ্ট তাৎপর্য বহন করছে বলে বলছেন পুজোর দর্শনার্থীরা। তাদের দাবি এই ছবি সন্ত্রাসবাদ দমনের কথা বলে। এই ছবি এই থিম বুক চিতিয়ে দেশকে ভালোবাসার কথা বলে। আর সেই ভালোবাসায় মিলিয়ে দিল দুই পুজো কর্তৃপক্ষকে। হয়তো এক সূত্রে এক ভাতৃত্ববোধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *