২৫ বছরের ঐতিহ্যে আলোকিত ফকির বাজার — দাসপুরে মাতোয়ারা আমরা কজন ক্লাবের কালীপুজো।

দাসপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কালী পুজো —25 বছরের ঐতিহ্যের আলোয় মাতোয়ারা গ্রাম দাসপুর থানার অন্তর্গত ফকির বাজার আমরা কজন ক্লাবের ।
কালী মায়ের পুজো, শুরু হয়েছিল আজ থেকে ২৫ বছর আগে সেই থেকে আজও একই ঐতিহ্য ও ভক্তির আবহে পালিত হয়ে আসছে এই পুজো।

এই পুজোর আরেক বিশেষ দিক হল — মা কালী বিসর্জন হয় খুবি যাকজোমকে তাই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা থাকে তুঙ্গে। ভক্তি, ঐতিহ্য ও উৎসবের মেলবন্ধনে আবারও প্রস্তুত হয়েছিল দাসপুর থানার অন্তর্গত ফকির বাজার গ্রামে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *