
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- খবর সংগ্রহ করতে গিয়ে খোদ পুলিশের কাছে আক্রান্ত বেসরকারি এক টিভি চ্যানেলের সাংবাদিক। স্ত্রী কন্যার সামনেই সাংবাদিককে মহিলা পুলিশ কর্মী মারধর করেন বলে অভিযোগ। এমনকি সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রতিবাদ করলে সাংবাদিকের স্ত্রীকেও জেলে ভরার হুমকি দেন অভিযুক্ত। জানা গিয়েছে, ওই মহিলা পুলিশ কর্মীর নাম কৃষ্ণা বর্মন। বুধবার রাত ১১ টা নাগাদ আলিপুরদুয়ার জংশন NF Railway Builders Association এর কালিপূজোর ময়দানের এক প্রান্তে সংগীতানুষ্ঠান চলাকালীন গন্ডগোল শুরু হয় দুই দল যুবদের মধ্যে ।এরপর সাংবাদিক অরিন্দম সেন সেই খবরের ভিডিও রেকর্ড করতে গেলে ওই মহিলা পুলিশ কর্মীর রোষের মুখে পড়ে। প্রথমে তার মোবাইল ছিনিয়ে নেন ওই মহিলা পুলিশ কর্মী। এরপরে সাংবাদিক তার গলায় ঝোলানো পরিচয়পত্র দেখিয়ে আর্জি জানান মোবাইল ফিরিয়ে দিতে। কিন্তু উলটে সাংবাদিক-কে সপাটে চর কষান মহিলা পুলিশ কর্মী। এমন দৃশ্যে হতবাক উপস্থিত সকলে। এরপর স্থানীয় সহ তার পরিবার প্রতিবাদে সোচ্চার হলে ওই মহিলা পুলিশ কর্মী -সাংবাদিকের স্ত্রীর হাত টেনে তাকে থানায় ঢুকিয়ে দেবার হুমকি দেন। উত্তেজনার সৃষ্টি হলে অন্যান্ন পুলিশকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। পুলিশের অন্যান্য আধিকারিকের আর্জিতেও নিজের অন্যায় স্বিকার করতে নারাজ অভিযুক্ত ওই কৃষ্ণা বর্মন। এদিকে আক্রান্ত বেসরকারি এক টিভি চ্যানেলের সাংবাদিক আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে জেলা পুলিশের তরফে অভিযুক্ত মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে ডিপার্টমেন্টাল এনকয়ারি শুরু হয়েছে।












Leave a Reply