
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ- বিকেলে বালুরঘাট জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের সামনে যক্ষ্মা রোগ মুক্ত হয়ে ওঠা মানুষদের হাতে পুষ্টিকর খাবার প্রদান করেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা স্বপন সরেন। পাশাপাশি ওই অফিসেই একটি জেনারেটর ভবন ও ভিডিও কনফারেন্স ভবনেরও উদ্বোধন করেছেন তিনি।
রাজ্য স্বাস্থ্য অধিগত স্বপন সরেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু বলতে চাননি। তিনি বলেছেন, যা বলার জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারীকই বলবেন।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস বলেন, গঙ্গারামপুর মহকুমা হাসপাতাল হিলি তপন গ্রামীন হাসপাতাল ও দুটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন হয়েছে। সেখানকার পরিকাঠামো খতিয়ে দেখা, রোগীর আত্মীয়দের অভাব অভিযোগ শোনা হয়েছে। বেশ কিছু খামতি ধরা পড়েছে সেগুলি মেরামতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জেলা রাজ্য স্বাস্থ্য অধিকর্তা, বেশ কিছু সাজেশন দিয়েছেন, আমরা সেগুলোও পালন করব।












Leave a Reply