
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ – পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এর উদ্যোগে ধাত্রীগ্রামের মালতীপুর ঘাটে ছট পুজো উপলক্ষে পুজোর সামগ্রী ও উপহার প্রদান কর্মসূচি। প্রতিবছরই এই এলাকায় বসবাসকারী হিন্দুস্থানীদের হট পুজোর বিভিন্ন পূজোর উপকরণ যেমন কুলো থেকে শুরু করে আটা চিনি -কলা- ফল ফলাদি এবং বস্ত্র প্রদান করেন মন্ত্রী স্বপন দেবনাথ. মন্ত্রী ছাড়াও এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালনা থানার আইসি সুজিত ভট্টাচার্য, ধাত্রীগ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চৌধুরী সহ বিশিষ্ট জনেরা এদিন শতাধিক মানুষকে পুজোর সামগ্রি তুলে দেয়া হয়। স্বপন বাবু এদিন শুক্রবার বিকেলে তিনি বলেন, শ্রীরামপুর, সমুদ্রগড় জালুইডাঙ্গা এবং মালতিপুরের এই এলাকায় এই কর্মসূচি পালন হয়ে থাকে আমরা সব জায়গায় উপস্থিত থেকে এই কর্মসূচিতে শামিল হই। স্থানীয় এলাকার মহিলারা পুজোর উপকরণ সামগ্রী পেয়ে ভীষণ খুশি, না পেলে তাদের এই উপকরণ পয়সা দিয়ে কিন্তু হত,












Leave a Reply