জয়পুর প্রশাসনের উদ্যোগে ও এলাকার মানুষের সহযোগিতায় উৎসবের আমেজে সৌভ্রাতৃত্বের মেল বন্ধন ।

জয়পুর, বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতাঃ- দীর্ঘ কয়েক বছর ধরে সৌভ্রাতৃত্বের মেল বন্ধন ও ভুরিভোজ অনুষ্ঠিত হয়ে আসছে বাঁকুড়া জেলার জয়পুর থানার উত্তরবাড়ে, এই ভুরিভোজ অনুষ্ঠানের আয়োজন করে থাকে জয়পুর প্রশাসন এবং সহযোগিতা করে থাকেন এলাকার মানুষ, শুক্রবার রাতে এই ভুরিভোজ অনুষ্ঠানের সূচনা করেন জয়পুর প্রশাসনের অফিসার ইনচার্জ কৌশিক হাজরা মহাশয় তিনি খাবার পরিবেশনের মধ্য দিয়ে শুরু করেন এরপর উত্তরবাড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ নাড়ু গোপাল মহাশয়কেও দেখা যায় এই ভুরিভোজ অনুষ্ঠানে খাবার বিতরণ করতে।
এলাকার মানুষ প্রশাসনের আধিকারিকদের কাছে পেয়ে সাধুবাদ জানাতে থাকেন এই ধরনের উদ্যোগকে । সাধুবাদ জানিয়েছেন এলাকার মুখিয়া থেকে অঞ্চলের প্রধান‌ও । প্রশাসনের এই উদ্যোগের মূল লক্ষ্য সৌভ্রাতৃত্ব বোধকে আরো মজবুত করে তোলা, এই বাংলায় যখন কিছু বিভেদ কামি মানুষ সৌভ্রাতৃত্ব বিনষ্ট করতে চাইছে কিন্তু এখানে এক সাথে বসে কাঁধে কাঁধ মিলিয়ে রহিম খান ও নারায়ন বন্দোপাধ্যায় ভুরিভোজ করছেন নিজেদের মধ্যে গল্প করতে করতে। রহিমের কথায় তার পরিচিত প্রায় দেড় হাজার মানুষ তার নিজের এলাকার থেকে এখানে মেল বন্ধনের জন্য এসেছে অপর দিকে নারায়ন জানান তার এলাকার থেকে প্রায় আড়াই হাজারের বেশি মানুষ এই সৌভ্রাতৃত্বের মেল বন্ধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। ভুরিভোজের চেয়েও এখানে মুল লক্ষ্য থাকে তাদের সমস্ত ধর্মের মানুষেরা মেল বন্ধনে একত্রিত হ‌ওয়া ।
এলাকার গন্ডি ছাড়িয়ে জেলা পেরিয়ে অন্যান্য জেলা থেকেও এই মেল বন্ধনের অনূষ্ঠানে উপস্থিত থাকেন এমনটাই জানিয়েছেন উদ্যোক্তাদের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *