
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- একাধিক কর্মসূচি নিয়ে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার মনোহরপুরে পৌছালেন সস্ত্রীক দিলীপ ঘোষ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তর দেন তিনি। দিলীপ ঘোষ প্রসঙ্গে দিলীপ ঘোষের স্ত্রী সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিলেন -দিলীপ ঘোষের জনপ্রিয়তা আছে দিলীপ ঘোষ অদ্বিতীয়,বেঙ্গলে এখনো ওনার জনপ্রিয়তা আছে ওনার পুরানো সিরিয়াস বলবে উনি কি ছিলেন, বাকিটা সময় বলে দেবে, অন্যদিকে SIR নিয়ে তিনি বলেন বাংলায় নির্বাচনের আগে SIR হোক, অন্য দিক দিয়ে SIR দফায় দফাই ভোট করছি উচ্চ তৃণমূল নেতৃত্ব সেই বিষয় নিয়ে এবার তৃণমূলকে নিশানা করলেন দিলীপ ঘোষ, তিনি বলেন নিজেদের দলের লোকেদের দিয়ে BLO করে দিয়ে সেই ভেজাল ভোটারদের রেখে দিতে চাইছে মুখ্যমন্ত্রী, জেলাশাসকদের ধমকানো হচ্ছে,BLO দের ধমকানো হচ্ছে, বলছে আমরা বেতন দি, কাউকে যদি বাদ দেয়া হয় তাহলে আমরা দেখে নেব, ঠিক এইরকম ভাবে ধমকানোর অভিযোগ তুলছে দিলীপ ঘোষ। এইভাবে হতে পারেনা ইলেকশন কমিশনাল দেখছে সবকিছু। অন্যদিকে বিজেপির উচ্চ নেতৃত্বদের বৈঠকে দেখা যাচ্ছে না দিলীপ ঘোষকে সেই প্রসঙ্গ নিয়ে দিলীপ ঘোষ বলেন যাদের পদাধিকার রয়েছে তারা বৈঠকে যোগ দিচ্ছে আমার পদ নেই তাই যোগ দিচ্ছি না, আমি মানুষের সঙ্গে আছি। নির্বাচন আসুক তখন ডাকলে যাব। অন্যদিকে হুমায়ুন কবিরের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলকে নিশানা করলেন তিনি।












Leave a Reply