
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গত বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার মাইতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বাবা ও মায়ের, বাবা মা হারা হয়ে হয়ে পড়েছিল ছোট্ট সন্তান, শনিবার পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি ওই মা-বাবা হারা সন্তানের দায়িত্ব নিল বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বিশিষ্ট সমাজসেবী দিল খান, জানা গিয়েছে ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে এবং সাধারণ মানুষের বিভিন্ন সমাজসেবার লক্ষ্যে একাধিক কর্মসূচি করে থাকে দিল খান, তবে বাবা-মা হারা সন্তানের পাশে দাঁড়াতে পেরে অত্যন্ত খুশি দিল খান, অন্যদিকে এই ঘটনার পর যথেষ্ট খুশি হয়েছে এলাকার মানুষজন।












Leave a Reply