
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- শনিবার বৈষ্ণবনগরের স্বনামধন্য মাউন্টিং পাবলিক স্কুলে বিপুল উৎসাহের সঙ্গে পালিত হলো বার্ষিক সাংস্কৃতিক রিইউনিয়ন ও সম্বর্ধনা অনুষ্ঠান। এই বিশেষ দিনে স্কুলের প্রাঙ্গণ পরিণত হয় প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের মিলন মেলায়।
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং নিট-এ সফলদের সংবর্ধনা
এদিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অসাধারণ ফল করা কৃতি ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে সম্মানিত করা হয়। এছাড়াও, সর্বভারতীয় নিট, ফার্মাসি ও নার্সিং প্রবেশিকা পরীক্ষায় সাফল্য অর্জন করে যারা উচ্চশিক্ষার সুযোগ লাভ করেছে, স্কুল কর্তৃপক্ষের তরফে তাদেরও আন্তরিক সম্বর্ধনা ও বিশেষ স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে স্কুলের প্রিন্সিপাল সাদ্দাম হোসেন কৃতী পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়ে বলেন, আজকের এই সাফল্য আমাদের স্কুলের গর্ব। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় কৃতিত্ব দেখিয়েছ, তারা শুধু ভালো রেজাল্টই করোনি, আমাদের প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছ। আমরা শুধুমাত্র শিক্ষাদান নয়, একটি ভালো মানুষ তৈরি করতে বিশ্বাসী। আমি নিশ্চিত, আমাদের এই কৃতিরা আগামী দিনে দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই রিইউনিয়নের মাধ্যমে আমরা সকলে একত্রিত হয়েছি এবং নতুন প্রজন্মের কাছে সাফল্যের অনুপ্রেরণা পৌঁছে দিতে চাই।
সংবর্ধনা পর্বের পর ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুলের ছাত্র-ছাত্রীরা নৃত্য, সঙ্গীত ও নাটকের মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে তোলে। প্রাক্তন পড়ুয়ারাও অনুষ্ঠানে অংশ নিয়ে আনন্দ ভাগ করে নেন। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় স্কুল কর্তৃপক্ষ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে।












Leave a Reply