
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ –মিমের উত্থান বৈষ্ণবনগরে। ব্লক সভাপতির দায়িত্ব পেল ভাঙন কবলিত এলাকার বাসিন্দা তথা একসময়ের তৃণমূল নেতা খুরশেদ আলম। কালিয়াচক তিন ব্লক এ আই এম আই এম (AIMIM) এর দায়িত্ব পেতেই হুঙ্কার খুরশেদের। বিজেপি তৃণমূলকে একযোগে নিশানা তার। খুরশেদের অভিযোগ, ২০১৬তে বৈষ্ণব নগরে বিজেপির বিধায়ক ছিল। কিন্তু সেই সময়েও কোনো কাজ হয়নি ভাঙন কবলিত এলাকার। বর্তমানে তৃনমুলের বিধায়ক রয়েছে, তিনিও কোনও কাজ করেনি। সকলেই দুর্নীতিগ্রস্ত। মানুষ এবার পরিবর্তন চাইছে। সেই পরিবর্তন এবার হবে। এ আই এম আই এম(AIMIM) এর সামনের বিধানসভা নির্বাচনে জয় শুধু সময়ের অপেক্ষা। মানুষ পরিবর্তন মুখী।এ আই এমআইএম
AIMIM এর জেলা সভাপতি রেজাউল করিম বলেন, আমাদের জেলাজুড়ে সংগঠন রয়েছে। ইতিমধ্যেই আমরা ৫০শতাংশ বুথে সংগঠন মজবুত করেছি। ২০২৫ এর মধ্যেই বাকি বুথগুলোতে সংগঠন মজবুত হয়ে যাবে।
মূলত আমরা সামনের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই এগিয়ে চলেছি। জেলার সবকটি বিধানসভাতেই আমরা প্রার্থী দেবো।












Leave a Reply