
প্রকাশ কালি ঘোষাল, হাওড়া ঃ-দুর্গাপূজার পর কালীপুজার প্রশাসনিক ব্যস্ততা তুঙ্গে ,সাঁকরাইল থানার অন্ত্রগত মানিকপুর তদন্ত কেন্দ্রের ওসি অভিজিৎ মন্ডলের তৎপরতায় প্রাণ ফিরে পেল বিরল প্রজাতির সারস পাখি। বাংলা একটা প্রবাদ বাক্য আছে ‘যে রাধে সে চুল ও বাঁধে’। তেমনি দেখা গেল ওসির ক্ষেত্রে, থানার লাগওয়া ডেলটা জুট মিলের কাছে এক সারস পাখি অসুস্থ অবস্থায় দেখতে পায় প্রশাসনের কর্মীরা। খবর যায় ওসির কানে । তৎপরতা সঙ্গে বনদপ্তরকে খবর দেয়া হয়। বনদপ্তরের কর্মী থানায় আসে, বনদপ্তরের কর্মীর অভিমত সারস পাখিটি বিরল প্রজাতির। থানার সকল সদস্যের সামনে বনকর্মীর হাতে হস্তান্তর করা হয় অসুস্থ সারস পাখিটিকে। সকলেই আপ্লুত এমন বিরল প্রজাতির প্রাণীর প্রাণ বাঁচাতে পেরে।












Leave a Reply