
কালনা, নিজস্ব সংবাদদাতাঃ- শুরু হয়েগেছং ছট পূজা। এরি মধ্যে ব্যাপক চাহিদা আখের। কালনার সমুদ্রগরের গোয়ালপাড়া আখ বাজার থেকে আখ রওনা দিচ্ছে বিহার, ঝাড়খন্ড, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে, বেশ ভালোই লাভের মুখ দেখছেন তাই চাষী ও ব্যাবসায়ীদের মুখে চওড়া হাসি,
দূর্গা পুজো, লক্ষী ও কালী পুজোয় আখের চাহিদা প্রায় থাকে, কিন্তু এই বছরে নজর কেড়েছে ছট পুজোই আখের চাহিদাই, অন্যান বারের চেয়ে এইবার আখের চাহিদা তুঙ্গে, কালনার সমুদ্রগরের গোয়ালপাড়া আখ বাজারে দূর দুরন্ত থেকে ব্যাবসায়িরা ভীড় জমাছেন, গাড়ি বা আন্যানো বাহন ভর্তি করে আখ নিয়েযাছেন ভিন্ন রাজ্যে ও আমাদের রাজ্যের বিভিন্ন জেলায়, ছট পুজোয় আক্ষের গুরুত্ব অনেকটাই, তাই বিভিন্ন ফলের মতোই আখ এই পুজোয় জায়গা করে নিয়েছে।












Leave a Reply