
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- অঙ্গনওয়াড়ি মহিলা কর্মীদের শর্তসাপেক্ষে দেওয়া হচ্ছে মোবাইল, বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড বিডিও অফিস দপ্তরে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান অঙ্গনওয়াড়ি কর্মীরা। এদিন সন্ধ্যা সাতটা নাগাদ জানা গিয়েছে অঙ্গনওয়াড়ি মহিলা কর্মীদের দেওয়া হচ্ছে কাজের চাপ, কিন্তু সমস্ত কাজ অনলাইনে হওয়ার কারণে কাজের মধ্যে অসুবিধায় পড়তে হচ্ছে কর্মীদের, অবশেষে সরকারের তরফ থেকে অঙ্গনওয়াড়ি মহিলা কর্মীদের ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে মোবাইল দেওয়ার জন্য,কিন্তু শর্তসাপেক্ষে সেই মোবাইলের টাকা দেওয়াতে বহু সমস্যায় পড়তে হবে বলে বিক্ষোভ দেখাতে থাকে তারা। যেখানে বলা হয়েছে কাজ ছেড়ে দিলে বা কোন দুর্ঘটনা ঘটলে সেই মোবাইল ফেরত দিতে হবে, পাশাপাশি মোবাইল রিচার্জের জন্য সামান্য পরিমাণ দেওয়া হচ্ছে টাকা, সেই টাকার পরিমাণ যাতে বাড়ানো হয় তারও দাবি তুললেন অঙ্গনারী কর্মীরা।












Leave a Reply