
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- মালদায় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের। আশংকাজনক অবস্থায় আজিম শেখ(২৬) নামে যুবক ভর্তি বেসরকারি হাসপাতালে। কালিয়াচকের গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের চাষপাড়া এলাকার ঘটনা। মাথায় গুলি লাগে ওই যুবকের। ব্যবসা সংক্রান্ত আর্থিক লেনদেন ও লোকসানের কারণেই আত্মহত্যার চেষ্টা বলে প্রাথমিক অনুমান। তবে কোথা থেকে ওই যুবক আগ্নেয়াস্ত্র পেল তা নিয়ে প্রশ্ন উঠেছে।
জানাগিয়েছে, পেশায় প্লাস্টিক ব্যবসায়ী ওই যুবকের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক দেনা ছিল তাঁর। তবে সঠিক কি কারণে আত্মহত্যার চেষ্টা তা স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। সুস্থ হলে ওই যুবকের সঙ্গেও কথা বলা হবে। কোথা থেকে ওই যুবক আগ্নেয়াস্ত্র পেল তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যবসায়িক দেনার কারণেই আত্মহত্যার চেষ্টা নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে তা ও তদন্ত করে দেখছে পুলিশ।












Leave a Reply