
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শিক্ষার আনন্দকে ছড়িয়ে দিতে এবং আগামী প্রজন্মকে জ্ঞানের পথে উৎসাহিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করল পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার জোগারডাঙ্গা বিদ্যাসাগর শিশু নিকেতন। এটি ছিল এক সামাজিক দায়বদ্ধতার প্রকাশ, যা গড়বেতা ব্লক-এর গোয়ালতোড় সংলগ্ন জনপদগুলিতে বই ও পঠন সামগ্রী বিতরণের মাধ্যমে নতুন প্রাণের সঞ্চার করেছে।
এই মহৎ কর্মকাণ্ডের প্রধান উদ্যোক্তা ও কাণ্ডারী ছিলেন পরিবেশ ও পশু পাখি প্রেমী এবং ‘হুমগড় ইয়ুথ কমিউনিটি স্বেচ্ছাসেবক সংগঠন’-এর প্রতিষ্ঠাতা সৌরভ দাস এবং তুহিন লোহার । জানা গিয়েছে তাঁদের স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায়, ৯ নম্বর পিয়াশালা গ্রাম পঞ্চায়েতের হুমগড় এবং ৮ নম্বর সারোবত আরাবারি মূল্যপাড়া ,ভালক্ষুনিয়া আদিবাসী পাড়া ও আমকোপা আদিবাসী পাড়ায় প্রায় ১৬০টি নতুন বই এবং পড়ার অন্যান্য সামগ্রী শিশুদের হাতে তুলে দেওয়া হয়। এই উদ্যোগ তরুণ মনে পড়াশোনার প্রতি এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
অনুষ্ঠানটিকে আরও অর্থবহ করে তুলতে উপস্থিত ছিলেন সমাজের বরেণ্য ব্যক্তিত্বরা। বিশিষ্ট সমাজসেবী সমাজ টুডু এবং কালাবতী প্রাইমারি স্কুলের শিক্ষক সম্মানীয় স্বপনমূল্য তাঁদের মূল্যবান সময় দিয়ে শিশুদের ভবিষ্যৎ গড়ার অনুপ্রেরণা জোগান। এছাড়াও, ইন্ডিয়ান ওয়ার্কার স্বেচ্ছাসেবক সংগঠনের পক্ষ থেকে তুহিন লোহার এই কর্মে সক্রিয় অংশগ্রহণ করেন।
বই বিতরণ শেষে উদ্যোক্তারা জানান, এই সঙ্কল্প হলো শিক্ষা প্রসারের ক্ষেত্রে একটি প্রথম ধাপ। সৌরভ দাস ও তুহিন লোহার ও রতন মুর্মু দৃঢ়তার সঙ্গে জানান, তাঁরা চান এই অঞ্চলের প্রতিটি শিশু যেন শিক্ষার আলোয় আলোকিত হতে পারে। তাঁরা ঘোষণা করেন যে, অদূর ভবিষ্যতে আরও বৃহত্তর উদ্যোগে শিক্ষা সামগ্রী ও বই বিতরণ করা হবে, যাতে পঠন-পাঠনের ধারাবাহিকতা বজায় থাকে এবং উৎসাহের এই ধারা অটুট থাকে।
সামাজিক কল্যাণ ও শিক্ষা বিস্তারে এই ধরনের আন্তরিক প্রচেষ্টা নিঃসন্দেহে অনুকরণীয়। এই উদ্যোগ স্থানীয় জনসমাজকে মুগ্ধ করেছে এবং সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব নতুন করে প্রতিষ্ঠিত করেছে।












Leave a Reply