
আগরপাড়া, নিজস্ব সংবাদদাতাঃ- জাতীয় নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গসহ ১২টি রাজ্যে শুরু হচ্ছে SIR বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। এই ঘোষণার পর থেকেই নাগরিকত্ব হারানোর আশঙ্কায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে বহু মানুষের মনে। সেই আতঙ্কেই আগরপাড়ার ৪ নাম্বার মহাজাতি নগর এলাকার বাসিন্দা, ৫৭ বছরের ব্যবসায়ী প্রদীপ কর আত্মহত্যা করেন বলে অভিযোগ। মঙ্গলবার সকালে উমা এপার্টমেন্টের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তার দেহ। স্থানীয় সূত্রে জানা যায়, NRC ও SIR নিয়ে দীর্ঘদিন ধরেই মানসিক চাপে ভুগছিলেন তিনি। মৃতের ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট, যেখানে তিনি নিজের মৃত্যুর জন্য NRC–কে দায়ী করে গেছেন বলে জানান সমাজসেবী জয়দীপ ভৌমিক। ঘটনাস্থলে এসে পৌঁছায় খড়দা থানার পুলিশ।ঘটনায় স্তব্ধ এলাকা, শোকের ছায়া নেমে এসেছে আগরপাড়ায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুর পুলিশ কমিশনারের নগরপাল মুরলীধর শর্মা স্বয়ং। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি জানালেন শুনুন।












Leave a Reply