
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — মালদার গাজোল বিধানসভার বিধায়কের উদ্যোগে সরদার বল্লভ ভাই প্যাটেলজির ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে সারা ভারতের পাশাপাশি শুক্রবার মালদা জেলার গাজোলেও পালিত হয়ে গেলো একতাদৌড় কর্মসূচি অনুষ্ঠিত করা হয় শুক্রবার সকাল ৯ ‘টা নাগাদ। গাজোলের কদুবাড়ী মোড়ে এই কর্মসূচির প্রথমে স্বামী বিবেকানন্দ আক্ষেপ মূর্তিতে পুষ্প দিয়েও শ্রদ্ধা জানিয়ে ফিতা কেটে শুভ সূচনার মধ্য দিয়ে প্রায় শতাধিক যুবক যুবতীদের নিয়ে কদুবাড়ী মোড় থেকে একতারদৌড় কর্মসূচি শুরু হয় গাজোলে বামনগোলা মোড়ে গিয়ে তাদের একতারদৌড় কর্মসূচিটি অনুষ্ঠিত সমাপ্ত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজোল বিধান সভার বিধায়ক চিন্ময় দেব বর্মন,গাজোলের যোগ গুরু নির্মল কুমার সাহা গাজোল ১ নং অঞ্চলের উপপ্রধান প্রদ্যুৎ কুমার সর্দার সহ অন্যান্যরা।












Leave a Reply