
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ভোর রাতে খাবারের খোঁজে তাণ্ডব দাঁতাল হাতির,ভাঙলো বাড়ি,খেল ধান,ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের নয়াবসত রেঞ্জের সিদাডিহি গ্রামে, রবিবার বনদপ্তর সূত্রে জানা গিয়েছে এই দিন ভরে খাবারের খোঁজে তান্ডব চালায় একটি দাঁতাল হাতি, এই তান্ডবের ফলে ক্ষতিগ্রস্ত হয় বাড়ির একাংশ, পাশাপাশি খেয়ে নেয় দুই বস্তা ধান, এরপর চিৎকার চেঁচামেচি হতেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় ওই দাঁতাল হাতিটি,ইতিমধ্যেই ক্ষতিপূরণের আর্জি জানিয়েছে ঐ ক্ষতিগ্রস্ত পরিবার, পাশাপাশি এই ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।হসস












Leave a Reply