
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার ময়নাগড়ের রাসযাত্রা
সাম্প্রদায়িক সম্প্রীতি ও লোকসংস্কৃতির ঐতিহ্যবাহী ময়নাগরের রাসযাত্রা এই বছর ৪৬৫ বছরে পদার্পণ করেছে |এই রাসযাত্রা ও রাসমেলা পূর্ব মেদিনীপুর জেলা তথা পশ্চিমবঙ্গের প্রাচীনতম ও বৃহত্তম মেলা হিসেবে পরিচিত | এই মেলার অন্যতম আকর্ষণ হল কার্তিক পূর্ণিমার মধ্যরাতে রাজ পরিবারের কুল দেবতা শ্যামসুন্দর জীউকে নিয়ে রঙিন আলোক সজ্জার নৌবিহার, যা হাজার হাজার মানুষ এই রাসযাত্রা দর্শন করে আনন্দ উপভোগ করে থাকেন |কালিদহ ও মাকড়দহ দিয়ে ঘেরা ধর্মমঙ্গলে লাউসেন রাজপরিবার (বিতর্কীত)খ্যাত গোবর্ধন বাহুবলীন্দ্র ১৫৬১ সালে কালিদহে তীরে কুলদেবতা শ্যামসুন্দর জিউ মন্দিরে প্রথম রাস মেলা সূচনা করেন, সেই থেকে মেলা হয়ে আসছে | বর্তমান বছরে ময়না রাসমেলা কমিটির কার্যকর সভাপতি অশোকানন্দ বাহুবলীন্দ্র ও সাধারণ সম্পাদক স্বরূপানন্দ বাহুবলীন্দ্র জানান ধর্মীয় আচার অনুযায়ী কার্তিক মাসের শুক্লপক্ষের উত্থান একাদশী দিন অর্থাৎ আজ ২রা নভেম্বর থেকে নয় নভেম্বর পর্যন্ত আট দিন ভোর পাঁচটার সময় শ্যামসুন্দর জিও রাজবাড়ীর মূল মন্দির থেকে নৌকা বিহারে কালিদহের লাবণ্যময় জল পরিক্রম করে প্রবেশ করবেন |কেবল পূর্ণিমার দিন অর্থাৎ আগামী 5ই নভেম্বর সন্ধ্যে ছটার সময় রাজবাড়ীর কুল দেবতা শ্যামসুন্দর জিউ নৌকা বিহারে ফিরে যাবেন মূল মন্দিরে, যা দেখার জন্য হাজার হাজার দর্শনার্থী ভিড় জমায় ঐদিন |আর ওই দিনই আনুষ্ঠানিকভাবে রাসমেলার শুভ সূচনা হবে |












Leave a Reply