
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —সাধারণ মানুষের সুবিধার্থে খোলা হলো ক্যাম্প।প্রশাসন যেভাবে ভয় দেখাচ্ছে এই অভিযোগ তুলে।বিজেপির তরফে অনুষ্ঠানিক ভাবে খোলা হলো সি এএ CAA ক্যাম্প, সোমবার দুপুরে পাকুয়াহাট এলাকা বিজেপির পার্টি অফিস, ফিতে কেটে এই ক্যাম্পে উদ্বোধনের মধ্যে দিয়ে শুভ সূচনা করা হয়। এ বিষয়ে উত্তর মালদার সাংগঠনিক সাধারণ সম্পাদক বিনা সরকার কীর্তনী বলেন প্রশাসন যেভাবে ভয় দেখিয়ে যাচ্ছে। সেই দিকে নজরকে সাধারণ মানুষের সুবিধার্থে পাকুয়াহাট এলাকায় এই ক্যাম্প হয়েছে যাতে সাধারণ মানুষ কোন সমস্যায় পড়লে এই ক্যাম্পে যোগাযোগ করলে সমস্যা সমাধান করে দেওয়া হবে। এদিন উপস্থিত ছিলেন উত্তর মালদার সাধারণ সাংগঠনিক সম্পাদক বিনা সরকার কীর্তনী, হবিবপুর মন্ডল ২ সভাপতি তপন মন্ডল, অন্যান্য নেতৃত্ব।












Leave a Reply