বামনগোলার মোদিপুকুর গ্রামীণ হাসপাতালে আশা কর্মীদের হাতে ১০ হাজার টাকার ফোনের আমন্ত্রণপত্র।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – —বামনগোলা ব্লকের মোদিপুকুর গ্রামীন হাসপাতালে আশা কর্মীদের হাতে আমন্ত্রণ পত্র তুলে দেওয়া হয় সেদিন হসপিটালে ১৩৯ জন আশা কর্মী রয়েছে তাদের হাতে একটি করে আমন্ত্রণ পত্র তুলে দেওয়া হয়। আমন্ত্রণপত্রের মধ্যে দিয়ে বোঝানো হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এ সকল আশা কর্মীদের যে ১০ হাজার টাকা করে ফোন কেনার জন্য দেওয়া হয়েছে সেই টাকার দেওয়ার উপলক্ষে সকল আশা কর্মীরাতে আমন্ত্রণ পত্র তুলে দেওয়া হল সোমাবার বিকেলে।এ বিষয়ে মোদিপুকুর গ্রামীণ হসপিটালের ভারপ্রাপ্ত বিএমএ জানান আশা কর্মীদের কাজ করতে আরো সুবিধা হয় এদিকে নজর রেখে মুখ্যমন্ত্রী প্রত্যেকটা আশা কর্মী হাতে ফোন কেনার জন্য ১০০০০ টাকা করে দেওয়া হয়েছে যাতে তাদের কাজ করতে আরো সুবিধা হয় এবং সাধারণ মানুষকে পরিষে তাড়াতাড়ি পৌঁছে দিতে পারে তারই পরিপেক্ষিতে আজ বামনগোলা ব্লকের সকল আশা কর্মীদের হাতে একটি আমন্ত্রণ পত্র তুলে দেওয়া হয়। বামন গোলা গ্রামীণ হাসপাতালের বিএমওচি সুপ্রীতিক মন্ডল ও সমস্ত আশা দিদিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *