
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বীরভূম জেলার মোহাম্মদ বাজারের কাইজুলি উপস্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যকর্মীর ওপর হামলা ও তাকে ধর্ষণের চেষ্টা আর ঘটনায় রাজ্য জুড়ে ক্ষোভ ছড়িয়েছে। সেই ঘটনার প্রতিবাদে সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কাছে ডেপুটেশন জমা দিল স্বাস্থ্য কর্মীরা। আশা কর্মী ও স্বাস্থ্যকর্মী এদিন মিছিল করে এসে প্রথম জেলাশাসক এবং পরে মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কাছে ডেপুটিশন জমা দেয়। জানা গেছে ওই স্বাস্থ্যকর্মীর উপর আক্রমণের ঘটনায় ধর্ষণের চেষ্টা ও খুনের চেষ্টা অভিযোগ দায়ের হয়েছে। আহত স্বাস্থ্যকর্মীর ২২ টি সেলাই পড়েছে বলে জানা যায়। স্বাস্থ্য কর্মীরা জানিয়েছেন আজ তারা কোন সংগঠনের পক্ষ থেকে নয় দলমত নির্বিশেষে একত্রিত হয়ে বীরভূমের ঘটনার প্রতিবাদে এই ডেপুটেশন জমা দিলেন। স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে নমিতা মহন্ত বলেন বীরভূমের মোহাম্মদ বাজারে কাইজুলি স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীর ওপর আক্রমণের প্রতিবাদে আজ আমরা এই ডেপুটেশন জমা দিলাম। ওই স্বাস্থ্যকর্মীর ওপর ধর্ষণের চেষ্টা ও তাকে খুন করার চেষ্টা করা হয়েছে। আহত ওই স্বাস্থ্যকর্মীর ২২ টি সেলাইও পড়েছে। দিনের পর দিন যেভাবে এই রাজ্যে নারী নির্যাতনের সংখ্যা বেড়ে চলেছে প্রথম আমরা ঘটনা দেখলাম তারপরে দুর্গাপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের সংখ্যা বেড়েই চলেছে তাই আমরা স্বাস্থ্যকর্মীরা একত্রিত হয়ে মোহাম্মদ বাজারের ঘটনার প্রতিবাদ জানিয়ে এই ডেপোজিশন জমা দিলাম।












Leave a Reply