
মোথাবাড়ি, নিজস্ব সংবাদদাতাঃ —- মন্ত্রী সাবিনা ইয়াসমিনের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো এস আই আর ইস্যুতে একটি কর্মশালা বা প্রশিক্ষণ শিবির। মোথাবাড়ি বিধানসভা তৃণমুল কংগ্রেস উদ্যোগে
সোমবার দুপুরে মোথাবাড়ী বিধানসভা এলাকায় একটি বেসরকারি লজে এই প্রশিক্ষণ শিবির এর আয়োজন করা হয়।। এই শিবিরের মাধ্যমে শিবিরে উপস্থিত প্রত্যেক ব্যক্তিকে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে বোঝানো হয় এস আই আর সম্পূর্ণ প্রক্রিয়াগুলি পুঙ্খানুপুঙ্খ বোঝানো হয়। যাতে কোনভাবে সাধারন মানুষের কোন সমস্যা না সৃষ্টি হয়। অন্যদিকে ৫২ মোথাবাড়ি বিধানসভার বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান যাতে একটিও ভোটার না বাদ পরে তার জন্য বুথ লেভেলে একটি করে বিএলও ২(blo 2) হিসেবে কাজ করবে। ভোটারদের যাবতীয় সমস্যা খতিয়ে দেখবে এই বি এল ও টু । এবং প্রশিক্ষণ শিবির শেষে মন্ত্রী জানান আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে প্রকৃত ভোটার একটিও বাদ না পড়ে । এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা ৫২ মোথাবাড়ি র বিধায়ক সাবিনা ইয়াসমিন, কালিয়াচক ২ তৃণমূল কংগ্রেসের সভাপতি হাসিমুদ্দিন আহমেদ, মালদা জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ ফিরোজ শেখ, মালদা জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম সহ কালিচক ২ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তৌহিদুর রহমান ও কালিয়াচক পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জলি মন্ডল সহ সমস্ত অঞ্চলের প্রধান, এবং এবং ব্লক ও দলীয় নেতৃত্ব।।












Leave a Reply