ইংরেজবাজারে বেসরকারি বাসের ধাক্কায় প্রাণ গেল তৃণমূল কর্মী মামুল হকের।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের গাবগাছি এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে। বেসরকারি মিনি বাসের ধাক্কায় মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃতদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। এই ঘটনার পর মেডিকেল কলেজের মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , মৃতের নাম মহম্মদ মামুল হক (৩৮) । তাঁর বাড়ি মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের চরকতলা এলাকায়। ওই ব্যক্তির মোথাবাড়িতে একটি গ্রিলের কারখানা রয়েছে। এছাড়াও এলাকার সক্রিয় তৃণমূল কর্মী মামুল হক মোথাবাড়ি এজিএস হাই মাদ্রাসা পরিচালন কমিটির সম্পাদক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, এদিন মোটরবাইক চালিয়ে মালদা শহরে আসছিলেন মামুল হক। গাবগাছি এলাকায় একটি বেসরকারি মিনিবাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এরপর পিছন থেকে বাসটি ধাক্কা মারলে রাস্তায় পড়ে যায়। মাথার ওপর গাড়ির চাকা পিষে চলে যায়। এই ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে বাসটিকে আটক করে। পুলিশ জানিয়েছে, গাড়ি চালক পলাতক । মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মৃতের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে। এলাকার সক্রিয় তৃণমূল কর্মী ছিল মামুল। পরিবারে তার স্ত্রীও দুই নাবালক ছেলেমেয়ে রয়েছে । এই ঘটনার পর ঐই পরিবারটিকে সব রকম ভাবে সাহায্যের ব্যবস্থা আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান মাথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *