মানিকচকে গায়েব ৮০০ ভোটারের নাম, আতঙ্কে ধরমপুর গ্রাম।

মানিকচক, নিজস্ব সংবাদদাতাঃ- গায়েব ৮০০জনের নাম। ২০০২ সালের ভোটার তালিকায় নেই ৮০০জন ভোটারের নাম। আর যা ঘিরে গোটা গ্রাম জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে।মালদার মানিকচকের ধরমপুর পঞ্চায়েতের ৯৬ নম্বর বুথের ছবি এমনই। অথচ রয়েছে তাদের ভোটার কার্ড।পঞ্চায়েত থেকে লোকসভা সব ভোটেই ভোট দিয়েছেন তারা। এসআইআর ঘোষনা হতে ২০০২সালের ভোটার তালিকা খোঁজ করতেই চক্ষুচড়কখাছ তাদের ।নাম নেই তালিকায়। এই অবস্থায় কী করবেন কোথায় যাবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তারা।ফলে দুঃশ্চিন্তা ও আতঙ্কে রয়েছেন ধরমপুরের প্রায় ৮০০জন বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *