
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- জঙ্গলমহলের অতি পরিচিত দাঁতাল হাতি ‘রামলাল’ ফের লোকালয়ে ঢুকে চাঞ্চল্য ছড়াল। শুক্রবার ভোরে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ৮ নম্বর অঞ্চলের লক্ষণপুর এলাকায় দেখা যায় বিশাল এই হাতিটিকে। আচমকা জঙ্গল ছেড়ে গ্রামে ঢুকে পড়ায় আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে সমগ্র এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল নাগাদ হাতিটিকে প্রথমে দেখা যায় গ্রামের মাঠ সংলগ্ন এলাকায়। মুহূর্তের মধ্যেই গ্রামবাসীরা চিৎকার শুরু করেন, অনেকেই নিরাপদ স্থানে সরে যান। অন্যদিকে, গ্রামের কিছু যুবক মিলে হাতিটিকে পুনরায় জঙ্গলের দিকে ফেরানোর চেষ্টা শুরু করেন।
ইতিমধ্যে বনদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার উদ্যোগ নিয়েছেন। স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং রামলালের গতিবিধির উপর নজর রাখছে বনদপ্তর।












Leave a Reply