
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- SIR (Special Intensive Revision)-এর নামে নাগরিকদের হয়রানি, বিভাজন এবং আতঙ্কের পরিবেশ তৈরির অভিযোগ তুলে তীব্র প্রতিবাদে সরব হল SUCI (কমিউনিস্ট) দল। ঘুরপথে NRC চালুর চক্রান্তের অভিযোগে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার মেচেদায় দলটির পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এইদিন, ৮ই নভেম্বর, মেচেদার ক্ষুদিরাম ভবন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, পুরাতন বাজার এবং পাঁচ মাথার মোড় পরিক্রমা করে পুনরায় ক্ষুদিরাম ভবনের সামনে এসে শেষ হয়। প্রায় তিন শতাধিক বিক্ষোভকারীর উপস্থিতিতে মেচেদার রাস্তায় স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা শহর।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক চন্ডীদাস ভট্টাচার্য, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অনুরূপা দাস, অমল মাইতি, কমল সাঁই, পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা সম্পাদক প্রণব মাইতি, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুব্রত দাস ও নারায়ণ চন্দ্র নায়ক প্রমুখ।
দলের নেতৃত্ব অভিযোগ করেন, ভোটার তালিকার নিবিড় সংশোধনী বা SIR-এর মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত ও আতঙ্কিত করা হচ্ছে, যা সংবিধানবিরোধী। তাঁদের দাবি, অবিলম্বে এই বিভাজনমূলক নীতি ও NRC-র মতো কার্যক্রম বন্ধ করা হোক।












Leave a Reply