কৃষকদের দাবি নিয়ে দিল্লিতে স্মারকলিপি পেশ হিন্দ মজদুর কিষান পঞ্চায়েতের।

দিল্লি, নিজস্ব সংবাদদাতা:- হিন্দ মজদুর কিষান পঞ্চায়েতের দুই সদস্যের একটি প্রতিনিধি দল আজ নতুন দিল্লির কৃষি ভবনে গিয়ে কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী শ্রী রামনাথ ঠাকুর-এর সঙ্গে সাক্ষাৎ করেন। পশ্চিমবঙ্গের কৃষকদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরে তাঁরা এক বিস্তারিত স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে কৃষকদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে —
১. ধানের ন্যূনতম সহায়ক মূল্য (MSP) বৃদ্ধি,
২. আলুর উৎপাদন ব্যয়ের ভিত্তিতে ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ,
৩. কিষান পরিবার কল্যাণ আয়োগ গঠনের দাবি,
৪. পশ্চিমবঙ্গের কৃষকেরা যাতে কেন্দ্র সরকারের নির্ধারিত মূল্যে সার ক্রয় করতে পারেন, তার ব্যবস্থা,
৫. রাসায়নিক সার কোম্পানিগুলি যেন ৫০ কেজি বস্তায় অতিরিক্ত ₹২৫০–₹৩০০ টাকার অপ্রয়োজনীয় পণ্য চাপিয়ে না দেয়, তার প্রতিকার,
৬. কৃষকেরা যাতে তাঁদের নিজের জমিতে ১০০ দিনের কাজ করতে পারেন, তার জন্য আইনানুগ ব্যবস্থা।

এই দাবিগুলির পাশাপাশি কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়ন ও উন্নত কৃষি ব্যবস্থা প্রণয়নের জন্যও কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
এই প্রতিনিধি দলে ছিলেন হিন্দ মজদুর কিষান পঞ্চায়েতের রাজ্য সাধারণ সম্পাদক অশোক দাস এবং রাজ্য সহ-সভাপতি শ্যামল মুখার্জী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *