
তমলুক, পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ-ময়না বিডিও অফিসে ডেপুটেশন দিতে এসে উত্তেজনা ছড়াল। জেলা বিজেপির উদ্যোগে আজ ময়নায় সংগঠনের একদল কর্মী ও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রাপক মহিলারা বিডিও অফিসে ডেপুটেশন জমা দিতে আসেন। কিন্তু অফিসে প্রবেশ করতে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়।
ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিডিও অফিসের গেট বন্ধ করে দেওয়া হয় এবং সামনে মোতায়েন ছিল ময়না থানার বিশাল পুলিশ বাহিনী। গেটের সামনে বিক্ষোভ শুরু করলে পুলিশ বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করে।
এরপরই পুলিশ ও মহিলাদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি ও ধাক্কাধাক্কি। ঘটনায় কয়েকজন মহিলা বিক্ষোভকারী জখম হন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নেন।
বিজেপি নেতৃত্বের দাবি, “সরকারি প্রকল্পে দুর্নীতি ও স্বজনপোষণ রুখতে আমরা শান্তিপূর্ণ ডেপুটেশন দিতে গিয়েছিলাম। পুলিশ অন্যায়ভাবে আমাদের বাধা দিয়েছে।”
অন্যদিকে পুলিশ সূত্রের বক্তব্য, “অবৈধ ভিড় ও নিরাপত্তার কারণে সাময়িকভাবে বাধা দেওয়া হয়েছিল।”












Leave a Reply