
কালনা, নিজস্ব সংবাদদাতাঃ- কালনা মিউনিসিপালিটি রোডে ট্রাফিক সামলাচ্ছেন খোদ কালনার পৌরপতি আনন্দ দত্ত। নবমীর গঙ্গার অনুষ্ঠানে স্কুল ছাত্র ছাত্রীদের একটি রেলি ছিল, কালনা পৌরসভা থেকে মহিষমর্দিনীতলার ঘাট পর্যন্ত।
এই রালি যাওয়ার সময় , দাসু চৌধুরী মোড়ে , ট্রাফিক সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ, তখনই পৌরপতি আনন্দ দত্ত নিজেই ট্রাফিক পুলিশের সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় নেমে পড়েন। যানজট নিয়ন্ত্রণ করে তারপরে তিনি নিজের উদ্দেশ্যে যাত্রা করেন। পৌরপতি ট্রাফিকের নিয়ন্ত্রনের ভূমিকায় দেখে এলাকাবাসী হতবাগ।
নিউজ এইট্টিন বাংলা কে দেয়া সাক্ষাৎ কারে পৌরপতি জানান , কালনা প্রাচীন এবং রাস্তাঘাট গুলি ছোট ছোট বাচ্চাদের র্যালিতে যেতে অসুবিধা হওয়াতে , তিনি ট্রাফিক পুলিশের সঙ্গে নিয়ন্ত্রণে নামেন , ছাত্র-ছাত্রী শিক্ষকেরা যারা রালিতে অংশগ্রহণ করেছে তারা যাতে সুষ্ঠুভাবে যেতে পারে ।












Leave a Reply