
নিজস্বসংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর :- ভর্তি হওয়ার রোগীর থেকে অত্যাধিক বিল আদায় করছেন মাদার নার্সিংহোম বলে অভিযোগে তপ্ত হয়ে উঠল গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের শংকর কাটা গ্রাম পঞ্চায়েতের দুর্লভগঞ্জ গ্রামের মাদার নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।
ঘটনাস্থলে সংবাদ মাধ্যম পৌঁছে জানতে পারে যে রোগী ভর্তি হয়েছে তার আধার কার্ডটি বৈধ নয় বলে দাবি করছে মাদার নার্সিংহোম। এদিকে রোগীর পরিবারের দাবী সমস্ত নথি খতিয়ে দেখে তবেই ভর্তি নেওয়া হয়েছে, তাহলে এখন কিভাবে বলছে আধার কার্ডটি অবৈধ। একদিনের মধ্যে আধার কার্ড অবৈধ হয় কিভাবে? সেই সাথে আমাদের জানানো হয়েছিল সমস্ত টাকা স্বাস্থ্যসাথী কার্ড থেকে নেওয়া হবে। এখন স্বাস্থ্য সাথী কার্ড এর টাকা থেকে বিল করতে চাওয়ায় নার্সিংহোমের তরফে জানানো হচ্ছে যে রোগীর আধার কার্ডটি বৈধ নয়। এই নিয়ে শুরু হয় বচসা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দুই পক্ষকে বুঝিয়ে অবস্থা আয়ত্তে আনে।
প্রসঙ্গত উল্লেখ্য গত ৯/১১/২০২৫ তারিখে চন্দ্রকোনা থানার বৈশাখী দাস। গলব্লাডারের সমস্যা নিয়ে ভর্তি হয় মাদার নার্সিংহোমে। তাকে নিয়েই সমস্যার জের। অবশ্য ঘটনাস্থলে গিয়ে জানতে পারা গেছে একাধিক রোগীর পরিবারের সাথে এই ধরনের আচরণ করেছে এই প্রতিষ্ঠানটি।












Leave a Reply