
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিহারে বিধানসভা নির্বাচনের NDA জোট জয় লাভ করার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এই রাজ্যে বিজেপির ভাঙ্গন, শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমকোপা অঞ্চলের ভেদুয়াতে কয়েকশো বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন,এমনটাই দাবি করছেন তৃণমূল নেতৃত্ব। এই দিন বিকেলে নব তৃণমূল কর্মীদের হাতে গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করল তৃণমূল নেতৃত্ব।এইদিন এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম সিংহ রায়, জেলা পরিষদের সদস্য শান্তনু দে,ব্লক INTTUC র সভাপতি হাবিবুল শেখ, অঞ্চল সভাপতি জগন্নাথ গিরি,গ্রাম পঞ্চায়েতের প্রধান মালা অহির,বন্দনা দে সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা।
গড়বেতার ভেদুয়াতে কয়েকশো BJP কর্মী BJP ছেড়ে তৃণমূলে যোগ,দলীয় পতাকা তুলে দিলেন বিধায়ক।












Leave a Reply