
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার পিংবনি এলাকার রাজ্য সড়কে, বিশেষ সূত্রে জানা গিয়েছে মৃত ওই মহিলার নাম মিঠু দণ্ডপাঠ,বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর,বাড়ি আমলাশুলী এলাকায়,সূত্রে আরও জানা গিয়েছে সোমবার দুপুরের পর স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে রাজ্য সড়ক ধরে বাড়ি ফেরার পথে যাওয়ার সময় অকারণবশত গাড়ি থেকে পড়ে যায় ওই মহিলা,সেই সময় পিছন থেকে একটি লড়িয়ে এসে ধাক্কা মারে, ঘটনায় গুরুতর আহত হয় ওই মহিলা,এরপর তাকে উদ্ধার করে কেওয়াকোল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই গোয়ালতোড় থানার পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি গোটা ঘটনাটা তদন্ত প্রক্রিয়া শুরু করে।












Leave a Reply