
ফারাক্কা, নিজস্ব সংবাদদাতাঃ- ফারাক্কার NTPC মোড় সংলগ্ন নিজের বাসভবনে আজ বিকাল থেকে রাত ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হলো পাঁচবারের প্রয়াত বিধায়ক মইনুল হকের স্মরণসভা। সাদামাটা আয়োজনে হলেও মানুষের ঢল প্রমাণ করল—মইনুল হক এখনও ফারাক্কার মানুষের হৃদয়ে এক অমূল্য নাম।
বাড়ির সামনে সুসজ্জিত মঞ্চে ছিল তাঁর জীবনচিত্র, বহু বছরের স্মৃতিবহ ছবি এবং মাল্যদান করা প্রতিকৃতি। পরিবার এবং শুভানুধ্যায়ীরা নিজের হাতে এই পুরো স্মরণসভার আয়োজন করেন। আশেপাশের এলাকায় ছিল আবেগঘন পরিবেশ, ধূপ এবং ফুলের গন্ধে ভরে ওঠে আঙিনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, জঙ্গিপুর কোর্টের আইনজীবী রবিউল আলম, ফারাক্কার সমাজসেবী মাহাতাব শেখ, বর্তমান বিধায়ক মনিরুল ইসলাম, পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মদক্ষের প্রতিনিধি বাবলু ঘোষসহ ফারাক্কার বিভিন্ন প্রান্তের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা মইনুল হকের রাজনৈতিক জীবনের সাফল্য, তাঁর সহজ-সরল আচরণ, মানুষের সঙ্গে নিত্য যোগাযোগ এবং ফারাক্কার উন্নয়নের প্রতি তাঁর নিষ্ঠার কথা স্মরণ করেন।
জঙ্গিপুর কোর্টের আইনজীবী রবিউল আলম তাঁর বক্তব্যে প্রয়াত নেতার দিকগুলোই তুলে ধরেন। তিনি বলেন—
“মইনুল হক মানুষকে খুব কাছ থেকে বুঝতেন। পুজোর মণ্ডপ থেকে খেলাধুলার অনুষ্ঠান—যে কোনো কাজেই তিনি এগিয়ে এসে মানুষকে সাহায্য করতেন। রাস্তাঘাট, জনসমস্যা বা সামাজিক উদ্যোগ—সব ক্ষেত্রেই তাঁর ভূমিকা অনস্বীকার্য। তাঁর সম্পর্কে মন্দ কিছু বলার নেই, কারণ তিনি সত্যিই মানুষের নেতা ছিলেন।”
সমাজসেবী মাহাতাব শেখ বলেন—
“তিনি ছিলেন ফারাক্কার উন্নয়নের ভিত্তিপ্রস্তর। তাঁর চিন্তা, তাঁর দৌড়ঝাঁপের কারণে আজও আমরা অনেক প্রকল্পের সুফল ভোগ করি।”
বিকাল থেকে রাত পর্যন্ত চলা এই স্মরণসভায় এলাকার সাধারণ মানুষও একে একে এসে শ্রদ্ধা জানান। শেষপর্যন্ত দোয়া-মাহফিল ও নীরবতা পালনের মধ্য দিয়ে স্মরণসভা শেষ হয়।
মঞ্চে বড় ব্যানারের কোণায় লেখা ছিল—
“তোমার নিষ্ঠা–মধুর হাসি… তোমার সৎ পথ–সাহস… তোমার নির্মল ভালোবাসা… আমাদের হৃদয়ে থাকবে চিরকাল।”
ফারাক্কার মানুষ আজ আবারও স্মরণ করলেন তাঁদের এক প্রিয় অভিভাবককে—মইনুল হককে।












Leave a Reply