
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার তমলুক বিধানসভার শহীদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপুর ১ নাম্বার গ্রাম পঞ্চায়েতের একাধিক বুথের ভোটারের ভোটার কার্ডের এপিক নাম্বার WB/30/202/180 এই এপিক নাম্বার প্রায় ২০০ জনের বেশি এলাকার ভোটারের। আর তা নিয়ে চিন্তায় এলাকার ভোটাররা। তাই এই সমস্ত একি এপিক নাম্বার ভোটাররা রঘুনাথপুর ১ নাম্বার গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে যুব তৃণমূল কংগ্রেসের SIR সহায়তা ক্যাম্পে ভিড় জমিয়েছেন।ক্যাম্পে থাকা তৃণমূল নেতারা একি এপিক নাম্বারের ভোটারদের বিষিয়টি উচ্চ নেতৃত্বদের জানাবেন ও নির্বাচন কমিশনকে জানাবেন বলে নেতৃত্বরা জানিয়েছেন।আর এই SIR সহায়তা ক্যাম্প চলছে গভীর রাত্রি পর্যন্ত। আর যে সমস্ত ভোটাররা ক্যাম্পে SIR এর ফর্ম ফিলাপ করতে আসছেন তাঁদের জল,চা,বিস্কুট খাওয়াছেন ক্যাম্পে থাকা তৃণমূল নেতারা।












Leave a Reply