শতবর্ষের ঐতিহ্যে ভক্তদের উপচে পড়া ভিড়: পূর্ব মস্তাফাপুরে বুড়িমা কুকুর ও শিয়াল কালী মায়ের পুজো অনুষ্ঠিত।

নিজস্ব সংবাদদাতা, হিলি: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভার হিলি ব্লকের বিনশিরা পঞ্চায়েতের পূর্ব মস্তাফাপুরে শতবর্ষের ঐতিহ্য বহন করা বুড়িমা কুকুর ও শিয়াল কালী মায়ের পুজো উপলক্ষে সকাল থেকেই ভক্তদের ভিড় উপচে পড়ে। দীর্ঘদিন ধরে এই পুজো গ্রামাঞ্চলের মানুষের ধর্মীয় বিশ্বাস ও সামাজিক সম্প্রীতির প্রতীক হিসেবে পরিচিত। স্থানীয় বাসিন্দাদের মতে, এই পুজোতে কোনও ভেদাভেদ নেই—সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে অংশ নেন।

পুজো উপলক্ষে এদিন সকালেই পুজো মণ্ডপে উপস্থিত হন বালুরঘাট বিধানসভার বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী। তিনি পুজো কমিটির সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকাবাসীর বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করেন। পুজো কমিটির দাবি, বহু অঞ্চলের মানুষ এই পুজোর টানে এখানে হাজির হন, ফলে এলাকায় আনন্দ ও সম্প্রীতির আবহ তৈরি হয়।

পুজোকে ঘিরে মন্দির চত্বর ও আশপাশের এলাকাজুড়ে বসেছে মেলা। খেলনা, মিষ্টি ও বিভিন্ন খাবারের দোকানে ভিড় জমেছে ছোট থেকে বড় সকলের। দুপুরের দিকে ভক্তদের আনাগোনা আরও বেড়ে যায়। পুজো শেষে প্রসাদ বিতরণ করা হয় এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এদিনের পুজোয় উৎসবের আবহে উজ্জ্বল হয়ে ওঠে সমগ্র এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *