
মালদা, নিজস্ব সংবাদদাতা:– মালদায় ফের খুন তৃণমূল কর্মী। গতকাল থেকে নিখোঁজ থাকার পর আজ সকালে আমবাগান থেকে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার। মৃত তৃণমূল কর্মীর নাম ওবায়দুল্লা খান। পেশায় তিনি একজন কয়লা ব্যবসায়ী ছিলেন। বাড়ি কালিয়াচক থানার কলেজ মোড় বাথান এলাকায়। পরিবারের দাবি গতকাল বিকেল চারটা নাগাদ বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে রাতেই একটি মিসিং ডায়েরি করা হয় কালিয়াচক থানায়। আজ সকালে ইংলিশবাজার থানার কাটাগর এলাকায় একটি আম বাগান থেকে রক্তাক্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়। উদ্ধার করা হয়েছে বাইকটিও। পরিবারের দাবি গুলি করে নৃশংসভাবে খুন করা হয়েছে, ওবায়দুল্লাকে। তবে কেন এই খুন কে বা কারা করেছে তা এখনো স্পষ্ট নয় পরিবারের সদস্যরা।












Leave a Reply