
মালদা, নিজস্ব সংবাদাতা:- রোজগারের সন্ধানে ভিনরাজ্যে পাড়ি দিয়েছিলেন মালদার কালিয়াচক-২ ব্লকের বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতের সাদিপুর এলাকার বাসিন্দা তারেক শেখ। পরিবারে ভালো দিনের আশায় প্রতিদিন কঠোর পরিশ্রম করতেন হায়দ্রাবাদে। কিন্তু সেখানেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে করুণ মৃত্যু হলো এই পরিযায়ী শ্রমিকের।
দুই দিন পর যখন তারেকের নিথর দেহ গ্রামে পৌঁছায়, তখন কান্নায় ভেঙে পড়ে পরিবার-পরিজন। শোকের আবহে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় গোটা সাদিপুর। প্রতিবেশীরা ছুটে আসেন শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে। একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে পরিবার এখন চরম অনিশ্চয়তার মুখে।
ঘটনার খবর পেয়ে মৃতের বাড়িতে পৌঁছান মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের ব্যথায় পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি প্রশাসনিকভাবে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দেন তিনি।
পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্যপরিস্থিতি নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকাজুড়ে। প্রতিদিনই ভিনরাজ্যে কাজ করতে যাচ্ছে অসংখ্য মানুষ, কিন্তু বিপদের সময় অনেক ক্ষেত্রেই তারা ভরসাহীন হয়ে পড়েন—তাই তারেক শেখের মৃত্যু নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গ্রামাঞ্চলে।
শোক, আতঙ্ক এবং অনিশ্চয়তার মধ্যেই আপাতত চলছে তারেকের পরিবারের দিন। গ্রামের মানুষও আশা করছেন, সরকারি সাহায্য ও সামাজিক সহানুভূতি তাদের এই কঠিন সময়ে কিছুটা স্বস্তি দেবে।












Leave a Reply