
মালদা-মানিকচক, নিজস্বসংবাদদাতা:—ডোবা থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছরিয়ে পরে মালদার মানিকচকের মথুরাপুর নিমনগর এলাকায়।মৃত ব্যক্তির নাম কৃষ্ণ মন্ডল (৪০)। পেশাই তিনি চা বিক্রিতা ছিলেন।রবিবার সাত সকালে মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় এলাকাজুড়ে, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে মানিকচক থানার পুলিশ। ঘটনা সম্পর্কে জানা গেছে, শনিবার হাটে চায়ের দোকান করে আর বাড়ি ফিরেনি সে। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজিও করে সারা রাত কিন্তু কোন খোঁজ পাননি।এর মধ্যেই রবিবার সকাল নাগাদ স্থানীয় এক পথচারী রাস্তার ধারের একটি সাইকেল পড়ে থাকতে দেখে সন্দেহ হয়, তারপরেই দেখেন পুকুরের মধ্যে ভাসমান অবস্থায় রয়েছে এক মৃতদেহ। যা দেখে একেবারে হইচই পড়ে যায় এলাকা জুড়ে পরক্ষণেই দেখা যায় মৃতদেহটি রয়েছে নিখোঁজ কৃষ্ণ মন্ডলের। ঘটনার খবর পেয়ে ছুটে এসে মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা।খবর পেয়ে আসে মানিকচক থানার পুলিশ, মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। পরিবারের সদস্যদের অনুমান প্রতিনিয়ত মদ্যপান করতেন তিনি, শনিবার রাতেও হয়তো মদ্যপান করে ফেরার সময় কোনক্রমে পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।












Leave a Reply