
মালদা, নিজস্ব সংবাদদাতা:- বর্ষা শেষ। এখন চলছে শুখা মরশুম। আর এই শুখা মরশুমেই ভাঙন আতঙ্ক ফিরে এল মালদার মানিকচকের নুরপুর অঞ্চলের যোগনিগ্ৰাম এলাকায়। ওই এলাকার প্রায় একশো মিটার এলাকা জুরে দেখা দিল কালিন্দ্রী নদী ভাঙন। নদীপাড়ের বিস্তীর্ণ এলাকায় বড়ো বড়ো ধস নামতে শুরু করেছে। যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার সাধারণ মানুষ।
নুরপুরের যোগনিগ্ৰাম এলাকায় কালিন্দ্রী নদীর পাড়ে ভাঙন হচ্ছে। নদীপাড়ে বড়ো বড়ো ধস নামছে। স্বভাবতই এই পরিস্থিতিতে এলাকায় নতুন করে ভাঙন আতঙ্ক ফিরে এসেছে। এইভাবে ভাঙন চললে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে জানা গেছে। তাই তারা দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আবেদন জানাচ্ছেন প্রশাসনের কাছে।এদিকে ভাঙন এলাকা পরিদর্শন করলেন মালদা জেলা পরিষদ কর্মদক্ষ কবিতা মন্ডল সহ অনান্যরা।ভাঙন রোধের কাজের আশ্বাস দেন তিনি।












Leave a Reply