মূলা ষষ্ঠীতে জমজমাট ‘জুয়ারী মেলা’ — বেহুলা নদীর তীরে মহিলাদের জুয়া খেলার ঐতিহ্য।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- এক অদ্ভুত মেলা যেখানে মেয়েরা খেলে জুয়া। হ্যাঁ শুনলে অবাক হবেন মালদহে প্রচলন রয়েছে আজও এই মেলার। মূলা ষষ্ঠীর পূর্ণ তিথিতে পুরাতন মালদহের ঐতিহ্যবাহী প্রাচীনতম জুয়ারী মেলায় জুয়া খেলায় মাতলেন ৮ থেকে ৮০ সকলেই। তবে বিশেষ করে মহিলাদের এই মেলায় অংশগ্রহণ করতে দেখা যায়। পুরাতন মালদহ শহরের মোকাতিপুর এলাকার বেহুলা নদীর তীরে জমজমাট “জুয়ারী মেলা।” তবে “লেউড়ির মেলা” বলেও বিখ্যাত এই মেলা। বিশেষ ধরনের মিষ্ঠান্ন “লেউড়ি” শুধু এই মেলাতেই পাওয়া যায়। এদিকে মেলায় আগত ভক্তরা জানান, বেহুলা নদীর তীরে মা বেহুলা কে কেন্দ্র করে প্রতিবছর মূলা ষষ্ঠীর পূর্ণ তিথিতে বসে জমজমাট “জুয়ারী মেলা।” মেলায় অন্যান্য মিষ্টান্নর পাশাপাশি বিক্রি হয় বিখ্যাত “লেউড়ির মিষ্টান্ন।” পুজো অর্চনা শেষে বাড়ির মহিলারা প্রত্যেকে রীতি রেওয়াজ মেনে জুয়া খেলেন এই মেলায়। বুধবার মূলা ষষ্ঠী উপলক্ষে দিনভর বেহুলা নদীর তীরে লক্ষ্মী প্রতিমা পূজার্চনা করেন মহিলারা। পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহিলারা এই পুজায় অংশ নেন।
মেলায় আগত মহিলা ভক্তরা জানান, পূজার অন্যান্য সামগ্রীর পাশাপাশি প্রাসাদে দেওয়া হয় “লেউড়ি মিষ্টান্ন।” সকাল থেকে শুরু হয় এই মেলা সন্ধ্যে নামতেই শেষ হয়। যদিও এই মেলা দীর্ঘ প্রাচীনতম তাই যুগ যুগ ধরে হয়ে আসছে। এই মেলায় বিশেষ আকর্ষণ “জুয়া খেলা” ৮ থেকে ৮০ সকলেই জুয়া খেলায় মেতে ওঠেন। প্রবেশ অবাধ এবং পুলিশ প্রশাসনের দিক থেকে এই দিনটিকে ছাড় দেওয়া থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *